চাঁপাইনবাবগঞ্জে বালতিভর্তি পানিতে ডুবে সোহান আলী (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেলে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাজনগর হাঙ্গামী এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত শিশু সোহান একই গ্রামের ডালিম উদ্দিনের ছেলে।
নিহত শিশুর পরিবার, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, নিজে নিজে শিশুটি খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করেই বালতিভর্তি পানিতে পড়ে তার মৃত্যু হয়।
মনাকষা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য মীর চাঁদ জানান, বিকেল ৪টার দিকে সবার অজান্তে বাড়িতে টিউবওয়েল পাশে থাকা পানিভর্তি বালতিতে ডুবে মারা যান সোহান।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন, বালতির পানিতে অসাবধানতাবশত শিশুটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে পরিবারের কোনো অভিযোগ বা দাবি না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply