নিজস্ব প্রতিবেদকঃ লুব্রিকেন্টস ইম্পোর্টার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (লিয়াব) লুব্রিকেন্টস আমদানীকারকদের একমাত্র বাণিজ্য সংগঠন। দেশে বার্ষিক প্রায় ২,৭০,০০০/- (দুই লক্ষ সত্তর হাজার) মেট্রিক টন চাহিদার মধ্যে প্রায় ৬০টি ফিনিশড লুব্রিকেন্টস যোগান দিয়ে আসছে এই সংগঠনের আওতাভুক্ত সদস্যরা। এই সেক্টরের আমদানীকারকরা প্রতি বহর রাজস্বখাতে প্রায় ১২/১৫ হাজার কোটি টাকা রাজস্ব দিয়ে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অবদান রাখছে।
২০২৪-২০২৫ অর্থবছরে আমদানীকৃত সকল প্রকার লুব্রিকেন্টস অয়েলের এদবিমার কর্তৃক আমদানি শুদ্ধায়ন মূল্য (ওভার ইনভয়েস) অস্বাভাবিক হারে নির্ধারণ করায় বাংলাদেশ থেকে নিপুণ পরিমাণ ডলার পাচারের পথ উন্মুক্ত হবে। যা দেশের অর্থনীতিতে বিরুপ প্রভাব পড়বে। তাছাড়া আন্তর্জাতিক নিয়মের সাথে অসামঞ্জস্যপূর্ণ এইচএস কোড সংযোজন করায় এই খাতের ব্যবসায়ীরা হয়রানির শিকার হবে।
আপনারা জানেন, ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটে সকল প্রকার ফিনিশড লুব্রিকেন্টস একই এইচএস কোড ২৭.১০.১৯.৩১। যাহার শুল্কায়ন মূল্য প্রতি মেট্রিক টন ২০০০ ডলার নির্ধারিত ছিল। কিন্তু ২০২৪-২০২৫ অর্থবছরে আগের এইচএস কোড ২৭.১০.১৯.৩১ সাথে আরো নতুন দুইটি এইচএস কোড ৩৪,০৩,৯৯.২০ এবং ৩৪.০৩.৯৯.৩০ সংযোজন করা হয়েছে। এই সংযোজিত ৩৪ সিরিয়াল এইচএস কোড আন্তর্জাতিক বাজারের প্রচলিত ফিনিশড লুব্রিকেন্টস এইচএস কোড এর সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই বাজেটে এইচএস কোড ২৭.১০.১৯.৩১ মিনারেল প্রতি মেট্রিক টন ২৫০০ ডলার এইচএস কোড ৩৪.০৩.৯৯.২০ সেমি সিনথেটিক প্রতি মেট্রিক টন ৩২০০ ডলার এবং এইচএস কোড ৩৪.০৩.৯৯.৩০ সিনথেটিক প্রতি মেট্রিক টন ৫০০০ ডলার নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে উক্ত মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক লুব্রিকেন্টস এর আন্তর্জাতিক বাজারে প্রকৃত মূল্য ১৬০০,১৭০০,২০০০ ডলার। সেই হিসেবে মিনারেল লুব্রিকেন্টস শুল্কায়ন মূল্য ৫৭% সেমি সিনথেটিক ৮৯% সিনথেটিক ১৫০% আমদানী শুল্কায়ন মূল্য (ট্যারিফ) বৃদ্ধি করা হয়েছে। বাজার মূল্য থেকে শুল্কায়ন মূল্য অতিরিক্ত ধার্য করার ফলে প্রতি মেট্রিক টনে মিনারেল ১২০০ ডলার, সেমি সিনথেটিক ১৫০০ ডলার, সিনথেটিক ৩০০০ ডলার পাচার করার সুযোগ সৃষ্টি হয়েছে। এতে করে সরকারী সুবিধায় ওভার ইনভয়েসের সুযোগ থাকায় নিশ্চিতভাবে ডলার পাচার বাড়বে।
ফিনিশড লুব্রিকেন্টস এর উপর অতিরিক্ত শুল্কায়ন মূল্য নির্ধারণের ফলে পরিবহন, শিল্প, কল-কারখানা, বিদ্যুৎ পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পে খরচ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। সরকারের বর্তমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ চেষ্টা নিশ্চিত ভাবে ব্যর্থ হবে।
পুব্রিকেন্টস মূল্যবৃদ্ধি হলে তার বিরুপ প্রতিক্রিয়া পড়বে সকল নিত্যপণ্য সামগ্রীতে। ফিনিশম লুব্রিকেন্টস এর কাঁচামাল হচ্ছে বেইজ অয়েল এইচএস কোড ২৭.১০.১৮:২১ এই বাজেটে ২০২৪-২০২৫ অর্থবছরে অদায়ন মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ ডলার। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী (২৫০-৩০০) ডলার যোগ করলেই ফিনিশড লুব্রিকেন্টস তৈরী হয়। সেই ক্ষেত্রে ফিনিশড পুব্রিকেন্টস এর আমদানী শুদ্ধায়ন মূল্য (ট্যারিফ) ২৫০০, ৩২০০, ৫০০০ ডলার নির্ধারণ সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ ও অযৌক্তিক।
পরিবহন, শিল্প, কল-কারখানা, শতাধিক বিদ্যুৎ, পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রজেক্টগুলোতে ব্যবহৃত অতীব মূল্যবান ও ব্যয়বহুল মেশিনারিজের ইঞ্জিনগুলোতে Original Equipement Manufacturer (OEM) এর অত্যাবশকীয় ভাবে সুপারিশকৃত উচ্চমানের লুব্রিকেন্টস বাজারে না থাকলে এই প্রজেক্টগুলোতে অচিরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে।
প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবগত আছেন গত ২৭শে জুন, ২০২৪ ইং তারিখে সকাল ১১ টায় রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছিলাম। এবং আপনাদের মাধ্যমে আমাদের সমস্যাগুলোর ব্যাঙব চিত্র তুলে ধরে এনবিআর এর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। এফবিসিসিআই, ডিসিসিআই এই অযৌক্তিক ওথায়ন মূল্য কমানোর দাবিতে পৃথকভাবে এনবিআর কে চিঠি প্রেরণ করে। আমরাও এসোসিয়েশনের পক্ষ থেকে এনবিআর কর্মকর্তাদ্যের এবং ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয়ের সাথে দেখা করে সমস্যার চিত্র তুলে ধরে চিঠি ভেরণ করি এবং সমাধান দাবি করি। কিন্তু ৩০ শে জুন ২০২৪ ইং তারিখের বাজেট ঘোষণার দেখলাম আমাদের সমস্যাগুলো। সমাধানের ক্ষেত্রে এনবিআর কোন পদক্ষেপই গ্রহণ করে নি। এনবিআর এই অয়াভাবিক প্রথায়ন মুল্য বৃদ্ধির ফলে এই সেক্টরে শত শত আমদানীকারক প্রতিষ্ঠান গুলোকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করিয়েছে। এবং এর সাথে জড়িত হাজার হাজার কর্মচারীদের চাকরীচ্যুত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। ফলে বাজারে উচ্চ মান সম্পন্ন ফিনিশড লুব্রিকেন্টস এর সংকট ব্যাপক ভাবে দেখা দেওয়ার পরিবেশ তৈরী হবে এবং ভেজাল ও নিম্ন মানের লোকাল লুব্রিকেন্টস বাজারে ব্যাপক বিস্তার লাভ করবে।
অতএব, অর্থ পাচার রোধ, বাজার মূল্যের সাথে সামঞ্জস্যতা রক্ষা, পরিবহন, শিল্প, কল-কারখানা, বিদ্যুৎ, পাওয়ার প্লান্ট, কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্প খাতে মূল্য নিয়ন্ত্রণ রাখা ও প্রতিযোগীতামূলক বাজারে ন্যায্যতার জন্য ফিনিশড লুব্রিকেন্টস অয়েলের উপর ২০২৪-২০২৫ বাজেটে বাজার মূল্যের অতিরিক্ত শুল্কায়ন মূল্য পরিবর্তন করে আন্তর্জাতিক বাজারের সহিত সামঞ্জস্যপূর্ণ প্রকৃত ২০০০ ডলার নির্ধারণ করার জন্য বিনীত অনুরোধ করছি এবং এই সেক্টরকে বাচিয়ে রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply