এক হত্যা মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, অপরাধের ধরন পাল্টে যাওয়ায় অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে। এ সময় ‘কিশোর গ্যাংয়ের’ বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
মঙ্গলবার (২১ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বেঞ্চ পরিচালনার সময় তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘সমাজে অপরাধের ধরন পাল্টেছে। এখন আগের সেই সামাজিক অবস্থা নেই। তাই ক্রাইম কন্ট্রোল ম্যাকানিজম ডেভেলপ (অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন) করতে হবে।
কিশোর গ্যাংয়ের প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন, সমাজে বেপরোয়া ‘কিশোর গ্যাং’ নিয়ে পত্রিকায় খবর প্রকাশ হয়েছে। এক্ষেত্রে শিশু-শিশু বললেই হবে না, এরাই পরে অপরাধে জড়িয়ে পড়ে।
Design & Developed By: ECONOMIC NEWS