শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৩১ অপরাহ্ন

ভৈরবে মাজারের খাদেম হত্যায় জড়িত ৪ জন গ্রেফতার

ইমন মাহমুদ লিটন
  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৮৫ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবের কালিকাপ্রসাদের মাজারের খাদেম রজব আলী হত্যায় জড়িত এফআইআর ভুক্ত ৫ জনের মধ্যে ৪ জনকেই গ্রেফতার করেছে ভৈরব থানার পুলিশ। বাকি ১ জন কে ধরতে চলছে পুলিশের অভিযান।

গতকাল রাতেই নিহতের ছেলে জাহিদুল ইসলাম মাসুম বাদী হয়ে ৫ জন কে আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর পরই অভিযানে নামে ভৈরব থানা পুলিশ।

রাত ভর অভিযান চালিয়ে ১.কালিকাপ্রসাদের মৃতগনি মিয়ার ছেলে ফজলুর রহমান ওরফে কুট্রাপাগলা ২.বলাবো উপজেলার দুলাল কান্দিগ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে আবুল হুসেইন ৩.কালিকা প্রসাদের মোসলেম উদ্দিনের ছেলে রুস্তম ওরফে রুমান ৪.কালিকাপ্রসাদের হাসান আলীর ছেলে মাইনুউদ্দিন।

তাদের জিজ্ঞাসাবাদ করে আজ জেল হাজতে প্রেরণ করে,হত্যার মোটিভ বাহির করতে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। 

জানা যায়, গতকাল ভোররাতে যে কোন এক সময় অজ্ঞাত দুর্বৃত্তদের ইটের আঘাতে মাথা থেতলে কালিকাপ্রসাদের পুড়া পাগলার মাজারের খাদেম কালিকাপ্রসাদের মধ্যে পাড়ার মৃতসিরাজুল ইসলামের ছেলে রজব আলী কে হত্যা করে তার লাশ মাজার এলাকায় ফেলে যায়। খবর পয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়লাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এই হত্যা কান্ডেপূর্বে রাত ২টা পর্যন্ত রজব আলী সাথে এজহারনামীয় ফজলুররহমান ওরফে কুট্রা পাগলা, আবুল হুসেন, রুস্তম ওরফে রুমান, মাইনুউদ্দিন ও এরশাদকে দেখা যায়।  ঘটনার পরপরই তাদের কাউকে ই এলাকায় দেখা যায়নি। তারা সবাই ঘা ঢাকা দেয়। নিহতের ছেলে বাদী হয়ে ৫ জন কে আসামী করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

ভৈরব থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম মাঠে নামে রাত ভর অভিযান চালিয়ে জড়িতদের চিহ্নিত করে তাদের মধ্যে ৪ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। বাকী একজনকেত্ত দ্রুত গ্রেফতার করে আইনের আত্ততায় আনা হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS