জধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির জনসংযোগ শাখা থেকে আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার সকাল ছয়টা থেকে পরের ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে সাত হাজার ৬৯৫ পিস ইয়াবা, তিন কেজি ৩৭৫ গ্রাম গাঁজা, ১৭ গ্রাম হেরোইন, ৮০ বোতল দেশি মদ ও ২৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS