সামাজিক যোগাযোগমাধ্যমে কাজ নিয়ে বেশিরভাগ সময়ই আলোচনা ও সমালোচনায় থাকেন হিরো আলম। এবার জানা গেছে, শনিবার (৩০ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে তার ‘হিরো আলম’ নামের ফেসবুক পেজটি হ্যাক হয়েছে।
রোববার (৩১ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বিষয়টি হিরো আলম জানিয়েছেন।হ্যাকিংয়ের পর হিরো আলমের পেজে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে লেখা, উগান্ডা সাইবার টিম পেজটি হ্যাক করেছে। আর প্রোফাইল পিকচার চেঞ্জ করে কাশ্মীরের সাবেক স্বাধীনতাকামী নেতা বুরহান ওয়ানির ছবি দেয়া হয়েছে।হিরো আলম জানান, তার ফেসবুক ভেরিফায়েড পেজ হ্যাক হয়েছে। নিয়ন্ত্রণ পেতে তার টিম কাজ করছে।
তিনি বলেন, এর আগেও আমার নয়টা পেজ হ্যাক হয়েছে। এই হ্যাকিংয়ের পেছনে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক চক্র জড়িত থাকতে পারে। আমার অনেক প্রতিবাদী কথা অনেকের সহ্য হয় না। অনেকে চায় না যে, হিরো আলম অনলাইনে থাক। কিন্তু এসব করে আমাকে কেউ থামাতে পারবে না।
বর্তমানে দুটি ছবির কাজে হিরো আলম ভারতে অবস্থান করছেন। ‘নীলে গেম’ও ‘মিয়া ভাই’নামের সিনেমা দুটি পরিচালনা করছেন জামাল উদ্দিন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply