শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন

প্রাথমিকে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ৪৮ জনকে জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৮৬ Time View

থমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় মোবাইল ফোন ও ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অসদুপায় অবলম্বন করায় ৪৬ জন পরীক্ষার্থীকে জরিমানা ও কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সহযোগিতা করায় পরীক্ষাকেন্দ্রের বাইরে থেকে আরও দুজনকে যথাক্রমে ১০ দিন ও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। 

আজ শুক্রবার (২৯ মার্চ) এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনুষ্ঠিত হয়।

৪৬ পরীক্ষার্থীর মধ্যে ২৬ জনকে এক মাস, দুজনকে ২০ দিন, দুজনকে ১০ দিন ও এক জনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড, নয়জনকে বিভিন্ন অঙ্কে জরিমানা ও ছয়জনকে বহিষ্কার করা হয়েছে। এ পরীক্ষায় ১০ হাজার ৯১২ জন পরীক্ষার্থী অংশ নেন।

দণ্ডাদেশপ্রাপ্তদের আজ বিকেলে জেলহাজতে পাঠানো হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ২১টি কেন্দ্রে সকাল ১০টায় এই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু হয়। ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা ও আইন শৃঙ্খলার বাহিনীর তৎপরতায় ১১টায় সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS