নিজস্ব প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার তরকারির দোকানিরা অন্যান্য তরকারির সঙ্গে পসরা সাজিয়ে রেখেছে মৌসুমি সবজি সজিনা ডাটার। কিন্তু ক্রেতা সাধারণ দাম জিজ্ঞেস করতেই চমকে ওঠার মতো অবস্থা।
বাজারে নতুন সবজি ওঠার অপেক্ষায় থাকেন ভোক্তারা। তাই নতুন কোনো সবজি বাজারে এলে তার দাম থাকে আকাশচুম্বী। নতুন সবজির মধ্যে শীতকালীন সবজিরই দামও একটু চড়া থাকে। তবে দামে অতীতের সব রেকর্ড ভেঙেছে গ্রীষ্মকালীন সবজি সজনে ডাটার।
মঙ্গলবার (১২ মার্চ) জেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গিয়েছে সজিনা ডাটা ৩০০ টাকা থেকে ৫০০-৬০০ টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে।
চুয়াডাঙ্গার ঠিকাদার সোহেল রানা বলেন, বাজার করতে এসে মৌসুমী সবজি সজিনা ডাটা কিনতে গিয়ে দেখি দাম আকাশ ছোঁয়া। তাই আর কেনা হলো না। দেখা যাক আর কয়েক দিন পরে দাম কমে কিনা।
জেলার আলোকদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুকুল বাজার করতে এসে জানান, সজিনা ডাটা আমাদের মতো মধ্যবিত্তদের জন্য না। যে ডাটা ৩০০ থেকে ৫০০-৬০০ টাকা পর্যন্ত দাম। আরেকজন ক্রেতা অভিযোগ করে বলেন শুধু সজিনা ডাটা না সব জিনিসের দামই আকাশছোঁয়া।
এদিকে দোকানিরা বলছে, পাইকারি বেশি দামে কেনায় খুচরা বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছি। তাছাড়া এটা আমাদের চুয়াডাঙ্গার ডাটা না, খুলনা-যশোর থেকে চুয়াডাঙ্গা নিয়ে আসা হচ্ছে। তাই দামও বেশি। চুয়াডাঙ্গাতে পাওয়া গেলে তখন আবার দাম কমবে।
সজনের অনেক উপকারিতা রয়েছে। এর ডাটা, ফুল ও পাতা বিভিন্ন রোগের ওষুধ হিসেবে ব্যবহার ও রান্না করে খাওয়া যায়। ঠান্ডা, জ্বর, কাশি দূর করতে সজনের তরকারি বা সুপ বেশ উপকারী। দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে বলে উচ্চ রক্তচাপের রোগীদের জন্য সজনে বেশ উপকারী। গ্যাস, বদহজম, বসন্ত, শ্বাসকষ্ট, প্রদাহজনিত রোগ, অ্যালার্জি, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস, লিভার ও কিডনি রোগে সজনের ব্যাপক উপকারিতা রয়েছে। শরীরের রক্ত বিশুদ্ধ করতেও সজনের জুড়ি নেই বলে জানান চিকিৎসকরা
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply