জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় ২২ জানুয়ারি রাত ১০টার সময় কিশোর গ্যাংয়ের তিন কিশোর গ্যাং সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত ২২ জানুয়ারি রাত ১০টার সময় জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকা হতে কিশোর গ্যাং লিডার মোঃ সাজু সরদার (২৬), পিতা-মোঃ আশরাফ সরদার, সাং-কাজীপাড়া, মোঃ কামরুজ্জামান স্বাধীন (১৯), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-থুপসাড়া, উভয় থানা-কালাই, জেলা-জয়পুরহাট ও মোঃ শিপন আহম্মেদ (১৬), পিতা-মোঃ ছামসুল হক, সাং-থুপসাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়েছে।
র্যাব-৫ সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে।
উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।
কিশোর গ্যাং সন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply