জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকা হতে বিদেশি পিস্তল-০১টি, ম্যাগাজিন-০১টি, গুলি-০২ রাউন্ড এবং ফেন্সিডিল-১১৬ বোতলসহ মোঃ মনির হোসেন (৩৪) কে আটক করেছে র্যাব।
১৭ জানুয়ারি বুধবার রাত ১০ টার সময় জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মনির হোসেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া গ্রামের মিজানুর রহমান মিনুর ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, ১৭ জানুয়ারি বুধবার রাত ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদক সম্রাট মনিরকে নিজ শয়নকক্ষে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র এবং নিজ বাড়ির গরুর ঘরে বিশেষ কায়দায় মাটির নিচে সুড়ংগের মধ্যে লুকিয়ে রাখা ফেন্সিডিলসহ জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছোট মানিক মোল্লাপাড়া নামক এলাকা থেকে র্যাব -৫, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তাকে আটক করে। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বিষয়টি নিশ্চিত করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply