জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ ও বিক্রির অপরাধে ছয়জনকে আটক করেছে র্যাব। ১৪ জানুয়ারি রবিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন বড়থা বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটককৃতরা হলেন মোঃ পলাশ হোসেন (৩৮), পিতা- মোঃ ইদ্রিস আলী, সাং- বড়থা পূর্ব পাড়া, মোঃ রুবেল হোসেন কাজল (৩৩), পিতা- মোঃ মোজাম্মেল হক বাবলু, সাং- বড়থা পূর্ব পাড়া, মোঃ আবু সাঈদ (২৬), পিতা- মোঃ আবুল কালাম আজাদ, সাং- ফতেহপুর বাজার, মোঃ মিলন রানা (৩০), পিতা- মোঃ খায়রুল ইসলাম, সাং ফতেহপুর বাজার, মোঃ জামিল হোসেন (২৬), পিতা মোঃ মিজানুর রহমান, সাং- চৈতন্যপুর এবং মোঃ ওলিউল হোসেন (৩১), পিতা- মোঃ সোলায়মান আলী, সাং- পার্টি আমলাই, সকলের থানা- ধামইরহাট, জেলা- নওগাঁ।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, আটকরা তাদের দোকানে দীর্ঘদিন থেকে পর্নোগ্রাফি ভিডিও সংরক্ষণ করতো। একই সঙ্গে টাকার বিনিময়ে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া ছাত্রদের কাছে তা বিক্রি করতেন। এমন তথ্যের ভিত্তিতে অভিযানে নামে র্যাব। পরে অভিযোগের সত্যতা পেলে ধামইরহাট থানাধীন বড়থা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply