নিজস্ব প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষণ মামলার এজাহার ভুক্ত আসামী ইমাম হোসাইনকে (২০) গ্রেফতার করেছে র্যাব। র্যাবের হাতে গ্রেফতার ইমাম হোসাইন উপজেলার দুলাল রব্বানীর ছেলে।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ১২.০০টার সময় এক বিজ্ঞপ্তিতে জয়পুরহাট র্যাবের কোম্পানী অধিনায়ক মেজর মো. শেখ সাদিক বলেন, গত বুধবার রাতে ঢাকা জেলার সাভার থানা এলাকা থেকে ধর্ষণ মামলার এজাহার নামীয় আসামী ইমাম হোসাইনকে গ্রেফতারের মাধ্যমে ভিকটিম মোসা: তাসনিম আক্তারকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মামলার বিবরণে র্যাব জানতে পারে উপজেলার ইসবপুর ইউনিয়নের তাহেরপুর এলাকার আবুল কালাম আজাদের মেয়ে তাসনিম আক্তার (১৩) গত ২৫ ডিসেম্বর সকালে প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বের হয়। এরপর রাস্তার উপর থেকে তাকে অপহরণ করে ওই যুবক। তাসনিমের বাবা বাদী হয়ে জানুয়ারি মাসের ১ তারিখে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ইমাম হোসেনকে ১নং আসামী করে অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply