নিজস্ব প্রতিনিধি: বগুড়ায় আন্তঃজেলা গরুচোর চক্রের ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ । অভিযানে ৪টি চোরাই গরুসহ চুরির কাজে ব্যবহৃত রশি, হাতুড়ী ও স্লাইসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার চরকুরা গ্রামের নূর মোহাম্মদ (৪০), রায়গঞ্জ থানার জাংকীগাঁতী গ্রামের ছামেদুল ইসলাম (৩৮) ও নাটোর জেলার সিংড়া উপজেলার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম (৪৮)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে নন্দীগ্রাম থানায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং এ এই তথ্য নিশ্চিত করেন অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন।
ওসি বলেন, দীর্ঘদিন ধরে চক্রটি বিভিন্ন স্থানে গবাদি পশু চুরি করে আসছিল। তারা চুরির স্থান নির্ধারণ করে চোরাই গরু ট্রাকে করে এক জেলা থেকে অন্য জেলায় স্থানান্তর করে এবং চোরাই গরু বিক্রির সাথেও সম্পৃক্ত থাকে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গরু চোর চক্রের মূল হোতা নূর মোহাম্মদের নেতৃত্বে চক্রের সদস্যরা গরু চুরি করে সিরাজগঞ্জ অঞ্চলে লুকিয়ে রেখে একটি বাড়িতে আত্মগোপণ করে আছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ সদস্যরা প্রথমে কামারখন্দ থেকে দুটি গরুসহ তাকে গ্রেফতার করে।
পরবর্তীতে তার স্বীকারোক্তি মোতাবেক সিংড়ার নিনগৈড় গ্রামের শহিদুল ইসলাম ও সিরাজগঞ্জের রায়গঞ্জের জাংকীগাঁতী গ্রামের ছামেদুল ইসলামকে গ্রেফতার করে। এদের থেকে পাওয়া তথ্য থেকে সিরাজগঞ্জ সদর এলাকার গরু চোর মোতালেব হোসেনকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। পরে তার বাড়ি থেকে আরও দুটি চোরাই গরু উদ্ধার করে পুলিশ।
উল্লেখ্য, গত শনিবার রাতে নন্দীগ্রাম পৌরসভার বেলঘরিয়া গ্রামের জহুরুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়। পরে জহুরুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা করে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply