মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৬:৫৪ অপরাহ্ন

পার্টেক্সের হার্ডবোর্ডে অভিনব কায়দায় ছিল ৬৫কেজি গাঁজা, আটক ১ 

ইমন মাহমুদ লিটন 
  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জ ভৈরবে ৬৫ কেজি গাজাঁসহ আলমগীর (৩২) নামে এক মাদক চোরাচালান কারীকে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

৮ ডিসেম্বর শুক্রবার দুপুর আড়াইটায় শহরের নাটাল মোড় এলাকা ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটক মাদক কারবারী নেত্রকোনা জেলার পূর্বধলা বানিয়াকান্দা এলাকার লাল মিয়ার ফকিরের ছেলে।

র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মুহাম্মদ জাহিদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটায়  শহরের নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান পরিচালনা করে পিকআপসহ আলমগীরকে আটক করা হয়। এসময় পিকআপটিতে তল্লাশী করে পিকআপের পিছনে পার্টেক্সের হার্ডবোর্ড কেটে অভিনব কায়দায় রাখা ৬৫ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। 

আলমগীর দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালানের মাধ্যমে  গাঁজা দেশের  বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে মর্মে স্বীকার করে। এ বিষয়ে ভৈরব থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS