নিজস্ব প্রতিনিধি: নাটোরের লালপুরে ১৩ ফুট উঁচু গাঁজার গাছসহ মো. জয়নাল আবেদীন (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত ৮টার দিকে লালপুর উপজেলার বেলগাছি এলাকা থেকে গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে লালপুর উপজেলায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় উপজেলার বেলগাছি এলাকার মো. জয়নাল আবেদীন’র (৪৭) বাড়িতে অভিযান চালিয়ে একটি ১৩ ফুট গাঁজার গাছ জব্দ করা হয়। পরে বাড়ির মালিক জয়নালকে গ্রেফতার করে পুলিশ।
এ ঘটনায় লালপুর থানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply