ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে জানা যায়নি বর্তমানে নিজ বাড়িতে না-কি হাসপাতালে অবস্থান করছেন সাবিলা।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। পোস্টে দেখা যায়, হাতে ক্যানোলা লাগানো। এ ছাড়া ক্যাপশনে লেখেন, ‘আমাকে কিছুক্ষণের জন্য আপনার হৃদয়ে রাখুন।’
এদিকে সাবিলার পোস্টে তার ভক্তরা দ্রুত সুস্থতা কামনা করেছেন। তবে অনেকে অভিনেত্রীকে খোঁচা দিয়েও বিভিন্ন মন্তব্য করেছেন। সেগুলোর জবাবও দিতে দেখা গেছে তাকে।
এদিকে রিজওয়ান নামের একজন লিখেছেন, ‘চিন্তা করো না। এটা শুধুই ব্যাংককের প্রভাব।’
যুবকের এমন মন্তব্যর জবাবে সাবিলা লিখেছেন, ‘দুঃখিত? আমি ব্যাংকক থেকে দেশি ফিরেছি গত ২৪ আগস্ট। তাহলে এটা কিভাবে ব্যাংককের প্রভাব হলো?’
তিনি আরও লেখেন, ‘যখন ডেঙ্গুর মতো একটি রোগ চারদিকে ছড়িয়ে আছে, তখন আপনি কিভাবে বলতে পারেন যে একটি শুটিং ট্রিপ আমার অসুস্থতার কারণ?’
শেষে সাবিলা লেখেন, ‘আমি বুঝতে পারছি, আপনার এই শব্দগুলোর পিছনে খুব খারাপ কিছুই লুকিয়ে আছে। কিন্তু জেনে রাখুন, যদি আপনি কাউকে ভালো কিছু না বলতে পারেন, তবে কিছু না বলাই ভালো।’
Design & Developed By: ECONOMIC NEWS