
নতুন বইয়ের গন্ধ মাখবো
আমার সারা গা’য়ে ,
স্কুলে আজকে বই দেবে
বললো আমার মা’য়ে।
আসলো আবার নতুন বছর
নতুন নতুন বই ,
নতুন নতুন বই গুলো সব
বুকে জড়িয়ে লই ।
আড্ডা হবে বন্ধু বান্ধবে
পড়বো নতুন ছড়া ,
নতুন নতুন গল্প কবিতায়
মজার মজার পড়া ।
বাংলা গণিত ইংরেজি ধর্ম
বিজ্ঞান ও বিশ্বপরিচয় ,
গ্রামার আর ব্যাকরণ শিখে
আমরা করবো বিশ্বজয় ।
ছয়টি বইয়ের পড়াশোনা থেকে
শিখবো নতুন পাঠ ,
লেখাপড়া আর খেলাধুলায়
খুশিতে হাসবে মাঠ ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply