দেশের জুয়েলারি শিল্পকে দেশে ও বিদেশে নতুন করে তুলে ধরতে প্রথমবারের মতো শুরু হচ্ছে ‘বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২’।
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আয়োজিত তিন দিনের জুয়েলারি এক্সপো উদ্বোধন হবে।
১৭ থেকে ১৯ মার্চ প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি ও পুষ্পগুচ্ছ হলে এ মেলা হবে। মেলায় দেশ-বিদেশের অনেক ক্রেতা-বিক্রেতার শতাধিক স্টল অংশ নেবে। ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে বিশাল মূল্যছাড়সহ আকর্ষণীয় সব অফার।
বুধবার ( ১৬ মার্চ) বাজুসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, মেলায় দর্শনার্থীদের জন্য র্যাফেল ড্রয়ের ব্যবস্থা থাকবে। প্রথম পুরস্কার হিসেবে থাকছে ১০ লাখ টাকা। এ ছাড়া বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে।
লাখেরও বেশি দর্শনার্থী ও ক্রেতা মেলায় আসবে বলে প্রত্যাশা বাজুসের।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply