কোয়ালিফাইয়েড ইনভেস্টর অফার (কিউআইও) এর মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা কৃষিবিদ সিড লিমিটেড তালিকাভুক্তির পর প্রথম ৩ বছরে বিনিয়োগকারীদেরকে কমপক্ষে ১৫ শতাংশ হারে লভ্যাংশ দেবে। কোম্পানির ম্যানেজমেন্টের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ সেলিম রেজা এই অঙ্গীকার করেছেন।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩১ জানুয়ারি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির কিউআইও অনুমোদন করে। কোম্পানিটি কিউআইও এর মাধ্যমে অভিহিত মূল্য ১০ টাকা দামে ১ কোটি ১৬ লাখ শেয়ার ইস্যু করবে। এর মাধ্যমে বাজার থেকে ১১ কোটি ৬০ টাকা সংগ্রহ করবে।
ইতোমধ্যে কোম্পানিটি আবেদনপত্র ও চাঁদা জমা নেওয়ার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ মার্চ চাঁদা গ্রহণ শুরু হবে, চলবে ২৪ মার্চ পর্যন্ত।
কিউআইও’র মাধ্যমে উত্তোলন করা টাকা কোল্ড স্টোরেজ, স্টোরেজ বিল্ডিং, বীজ গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপন এবং ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।
প্রান্তিক শেষে ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা। পুন:মূল্যায়ন সঞ্চিতি ছাড়া ৩১ মার্চ, ২০২১ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২ টাকা ৬০ পয়সা।
এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে এসবিএল ক্যাপিটাল লিমিটেড।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply