সাম্প্রতিক দর পতনের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানির শেয়ারের মূল্য যৌক্তিক পর্যায়ের অনেক নিচে নেমে এসেছে। এদের মধ্যে অনেক ভাল মৌলভিত্তির কয়েকটি কোম্পানিও রয়েছে। এসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ অনেক কম ঝুঁকিপূর্ণ। অন্যদিকে মুনাফার সম্ভাবনা অনেক বেশি।
আজ বৃহস্পতিবার (১০ মার্চ) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) সদস্য প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা এই অভিমত প্রকাশ করেছেন। তারা বলেছেন, যেসব ফান্ডে বিনিয়োগ করার মতো নগদ টাকা আছে, সে ফান্ডগুলোর বিনিয়োগ বাড়ানো হবে বাজারে।
বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকে মিউচুয়াল ফান্ড পরিচালনাকারী অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রতিনিধিরা অংশ নেন। তাদের নেতৃত্বে ছিলেন অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের (এএএমসিএমএফ) সভাপতি ড. হাসান ইমাম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply