নিজস্ব প্রতিবেদকঃ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী জাতীয়করণ প্রত্যাশী মহাজোটের নেতৃত্বে গত ২৪ ফেব্রুয়ারি থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। সমগ্র দেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারীর প্রতিনিধিবৃন্দ প্রতিদিনই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করছে। অবস্থান কর্মসূচির ৬ষ্ঠ দিনে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, বাবন্ধু বলতেন- পৃথিবীতে দু’টি শ্রেণি রয়েছে শাসক এবং শোষিত। আমি সর্বদা শোষিতের পক্ষে। তাঁর বক্তব্যের প্রতিফলন এমপিওভুক্ত শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে শিক্ষকরা মনে করেন। আজকে এমপিওভুক্ত শিক্ষকদেরকে এনটিআরসিএ থেকে নিযোগ প্রদান করলেও এমপিওভুক্ত হতে উপজেলা মাধ্যমিক শিক্ষা। কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা এবং ডিডি পর্যন্ত ঘুষ প্রদান করতে হয়। একজন শিক্ষককে এধরনের অনৈতিক কাজ করতে বাধ্য করা হয় শুধু এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ না হওয়ার কারণে। সারাদেশে শিক্ষা নিয়ে এক শ্রেণির মানুষ ব্যবসা করছে। এ ব্যবসা বন্ধের পথ হলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিষয়টি নিশ্চিত করা। শিক্ষায় গ্রাম-শহরের বৈষম্য নিরসন, সমমানের শিক্ষা ব্যবস্থা স্বাধীন বাংলাদেশে চালুকরণের একমাত্র পথই হলো এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ। মেধাবীদের শিক্ষাকতায় আকৃষ্ট করতে হলে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের বিকল্প নেই। শিক্ষকদের প্রত্যাশা ছিল বর্তমান সরকার মুজিব বর্ষকে অর্থবহ করতে এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে স্মরনীয় করতে ২০২২-২০১৩ অর্থ বছরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করবেন। কিন্তু এখনও বিষয়টি আলোর মুখ না দেখায় শিক্ষকগণ হতাশ ও ক্ষুব্ধ। সরকার আগামী নির্বাচনের জন্য স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছে। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট শিক্ষকদের মাধ্যমে শিক্ষা পরিচালনা করতে হবে না এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের মাধ্যমেই সম্ভব। জোটের আহব্বায়ক অধ্যক্ষ মোঃ মাইন উদ্দীন ও সদস্য সচিব জসিম উদ্দিন আহমদ বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ হয়ে যেত। আজকের প্রেক্ষাপটে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করতে হলে এখনই রাজনৈতিক সিদ্ধারসহ সরকার প্রধানের সদিচ্ছার প্রযোজন, যা বাংলাদেশ আওয়ামীলীগ এবং সরকার প্রধান হিসেবে জননেত্রী শেখ হাসিনাই নিতে পারেন। আমাদের বিশ্বাস, আমাদের স্লোগান- শিক্ষা প্রতিষ্ঠানের আয় সরকারি কোষাগারে জমা দিন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করে দিন। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা তার ঘোষণায় অনতি বিলম্বে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে শিক্ষকদেরকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরাবেন।
সারা দেশ থেকে আসা শিক্ষক ও শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, জোটের যুগ্ম আহবায়ক-১ অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো: রফিকুল ইসলাম, আবু রায়হান, মো: শাহ আলম, জহিরুল ইসলাম, মতিউর রহমান দুলান, রবিউল ইসলাম, আব্দুল জব্বার, বিপ্লব কান্তি দাস, মোস্তফা কামাन, মোঃ ফরিদ উদ্দিন, বেনী মাধব দেব নাথ, মামুনুর রশিদ, আবু তালেব শেখ জসিম উদ্দিন শেখ, ফয়েজ আহমেদ, শেখ আব্দুর রহমান, মো: রাসেল, মো: আব্দুল হাই সিদ্দিকী, মোস্তফা কামাল, আশরাফুজ্জামান হানিফ, আবু ইউসুফ, রভন কুমার দেব নাথ, আবুল বাশার নাদিম, মোস্তাফিজুর রহমান, মো: ইসমাইল হোসেন, মো: হারুন-অর-রশিদ, মো: আলী আহসান, শামসুল আরিফিন, মো: মনিরুল ইসলাম জুলেখা বেগম, ঝর্না বিশ্বাস, আফজাল হোসেন ভালুকদার, ওয়েছ আলী, আনোয়ারুল ইসলাম নূরুল আমিন হেলালী সহ প্রমূখ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply