শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, যেকোনো সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা ও ইতিবাচকতায় সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিৎ। বস্তুনিষ্ঠ না হলে সেটি সংবাদ নয়।
তিনি বলেন, একই সংবাদ ইতিবাচকভাবে করলে মানুষ উদ্ভুদ্ধ হবে। তবে নেতিবাচকভাবে পরিবেশ করলে মানুষ হতভম্ব হবে। আমরা চাইনা দেশের মানুষ হতভম্ব হোক।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় সিটি মেয়র ইকরামুল হক টিটু, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. এমদাদুল হক তরফদার, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশিদ উপস্থিত ছিলেন। এর আগে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে সকালে শাহাবুদ্দিন মিলনায়তনে বিভাগের ২৫ জন সাংবাদিক নিয়ে ‘বাংলাদেশ প্রাণিসম্পদ খ্যাত’ সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ক বিভাগীয় মিডিয়া ওরিয়েন্টেশন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply