এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে মোট পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, পাসের হারে এবার এগিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ড। আর সর্বোচ্চ জিপিএ ফাইভ নিয়ে শীর্ষে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা গেছে, মাদরাসা শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ। পাসের হারে দ্বিতীয় অবস্থানে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড, এই বোর্ডে পাসের হার ৯১ দশমিক ২ শতাংশ। পাসের হারে পরের অবস্থানে কুমিল্লা ৯০ দশমিক ৭২ শতাংশ।
ঢাকা বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন শিক্ষার্থী।
বোর্ডগুলোতে পাসের হার ও জিপিএ-৫
বোর্ড | পাসের হার (%) | জিপিএ-৫ |
ঢাকা | ৮৭.৮০ | ৬২,৪২১ |
রাজশাহী | ৮১.৫৯ | ২১,৮৫৫ |
কুমিল্লা | ৯০.৭ | ১৪,৯৯১ |
যশোর | ৮৩.৯ | ১৮,৭০৬ |
চট্টগ্রাম | ৭৮.৭৬ | ১২,৬৭০ |
বরিশাল | ৮৬.৯৫ | ৭,৩৮৬ |
সিলেট | ৮১.৪ | ৪,৮৭১ |
দিনাজপুর | ৭৯.০৬ | ১১,৮৩০ |
ময়মনসিংহ | ৭৭.০৩ | ৭,১৭৯ |
মাদ্রাসা | ৯২.৫৬ | ৯,৪২৩ |
কারিগরি | ৯১.০২ | ৭,১০৫ |
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply