বগুড়া প্রতিনিধি: বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে লড়ছেন আলোচিত স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। নির্বাচনী প্রচারণায় বিভিন্ন এলাকায় নির্বাচনী সংযোগ চালাচ্ছেন তিনি। তার নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা মুনমুন।
রাতে শহরের সাতমাথা এলাকায় হিরো আলমকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাতে দেখা যায় চিত্রনায়িকা মুনমুনকে।
নির্বাচনী প্রচারণা এসে চিত্রনায়িকা মুনমুন বলেন, ‘উত্তরবঙ্গ এসেছিলাম। হিরো আলম স্নেহের ছোট ভাই। বললেন, আপু, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি, একটু এসে দোয়া দিয়ে যান। ওর কথা ফেলতে পারিনি। ব্যস্ততার মধ্যেও ওর জন্য ভোট চাইতে এসেছি।’
একতারা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মুনমুন বলেন, ‘হিরো আলম প্রান্তিক পরিবার থেকে উঠে আসা মানুষ। কিং অব রুট লেভেল। প্রান্তিক মানুষের কষ্ট সে ভালোভাবে বোঝে। সে মানুষের জন্য কাজ করতে চায়।’
এদিকে আজ সকাল থেকে সমর্থকদের নিয়ে ট্রাকযোগে বগুড়া-৪ নির্বাচনী এলাকার কাহালু এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান হিরো আলম। ট্রাকে হিরো আলম একতারা হাতে দাঁড়িয়ে ভোট চান।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনে ১ ফেব্রুয়ারি ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন হিরো আলম।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply