বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জের মহাস্থান এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় হাসেন আলী নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় বাদশা মিয়া নামে আরেক ব্যবসায়ী আহত হন।
সোমবার রাত পৌনে ৮ টার দিকে উপজেলার মহাস্থানের নাগরকান্দী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাসেন ও বাদশা দুজনেই মহাস্থানের নাগরকান্দী এলাকার বাসিন্দা। বাদশা মিয়া বগুড়ার টিএমএসএস হাসপাতালে ভর্তি আছেন।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক এরশাদ আলী জানান, হাসেন ও বাদশা দুজনই রাস্তার পাশে দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় রংপুর থেকে আসা একটি ফাঁকা অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অসাবধানতাবশত অ্যাম্বুলেন্সটি দুই মাছ ব্যবসায়ীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসেন আলী মারা যান।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply