হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে স্বেচ্ছায় রক্তদান মূলক সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর উদ্দোগে গরীব অসহায় শীতার্তদের মাঝে লেপ বিতরন করা হয়েছে।
গত শুক্রবার (১৩-জানুয়ারি) বিকেলে মাধবপুর প্রেসক্লাব কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের হাতে লেপ গুলো তুলে দেওয়া হয়েছে।
বিতরন আনুষ্ঠানে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ সংগঠনের সভাপতি তৈমুজ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেল সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সিনিয়র রোকন উদ্দিন লস্কর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, সাংবাদিক লিটন পাঠান, ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ প্রতিষ্ঠাতা পরিচালক সুফল মোদক ও সহকারী পরিচালক আলী আফজাল খন্দকার, নয়ন রায়, পায়েল চৌধুরী, অলক রায়, জয়নাল মিয়া, রুবেল মিয়া, দিপংকর মোদক, সঞ্জিত বিশ্বাস, আকাশ চৌধুরী, বিকাশ মোদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিশেষে ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা পরিচাল সুফল মোদক জানান, আমাদের লক্ষ একটাই অসহায়দের পাশে দাঁড়ানো ও হতদরিদ্রদের সেবা করা, আমরা সবসময় অসহায়দের পাশে কাজ করব এটাই আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply