শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
এবি ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের কৌশলগত পরিকল্পনা ২০২৬ অনুষ্ঠিত চাঁদ মামা একা একা; তাছলিমা আক্তার মুক্তা রাজাবাড়িতে বিএনপির কর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল রাষ্ট্র বিনির্মাণের বার্তা নিয়ে ৭নং ওয়ার্ডে তারেক রহমানের ৮ দফা লিফলেট বিতরণ দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা বালিয়াডাঙ্গীতে বিডি মেঘনা নিউজ 24-এর ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ৮৩বোতল বিদেশীমদ ও প্রাইভেটকারসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব -১৪ মাদকসহ এবরান আলী গ্রেফতার, ৩.১ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব-৫ সাতক্ষীরার ধুলিয়রে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না সাগরদাঁড়ির মধুমেলা: ১ দিনেই সীমাবদ্ধ মহাকবির জন্মজয়ন্তী

দৈনিক কুমিল্লার ডাকের নতুন কার্যালয়ের উদ্বোধন: সত্য ও নৈতিকতার পথে এক নতুন যাত্রা

এ.কে পলাশ
  • আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: দীর্ঘ একযুগের নিরবিচ্ছিন্ন পথচলার পর নতুন ঠিকানায় যাত্রা শুরু করলো কুমিল্লার পাঠকপ্রিয় সংবাদপত্র ‘দৈনিক কুমিল্লার ডাক’। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দক্ষিণ চর্থা (থিরা পুকুর পাড়) প্রাইমারি স্কুলের পেছনে, মুরাদপুর বটতলা সংলগ্ন নতুন কার্যালয়ে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।

পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সিরাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে তিনি বলেন, “সত্য প্রকাশের দায়ে বিগত ফ্যাসিস্ট সরকার আমলে আমাকে হামলা-মামলা ও কারাবরণ করতে হয়েছে। তবুও অন্যায়ের বিরুদ্ধে আমাদের কলম থেমে যায়নি, থামবেও না। আমরা কোনো রাজনৈতিক নেতার পদলেহন করে সত্য আড়াল করিনি, করবোও না।”

তিনি আরও বলেন, “আমি বুকে হাত দিয়ে বলতে পারি, ‘দৈনিক কুমিল্লার ডাক’-এর নাম ব্যবহার করে কোনো গোষ্ঠীকে জিম্মি করে একটি টাকাও উপার্জন করিনি। সাংবাদিকতা একটি মহৎ ও আত্মত্যাগের পেশা। পারিবারিকভাবে অসচ্ছল হলে এই পেশায় আসবেন না। এখানে নিজের অর্থ, শ্রম ও মেধা দিয়ে মানুষের কল্যাণে কাজ করতে হয়।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট শান্তনু হাসান খান, দৈনিক পূর্বাশা পত্রিকার নির্বাহী সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, দৈনিক তরুণ কণ্ঠ পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি আবু ইউসুফ বাবু, কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, দৈনিক আজকের জীবন পত্রিকার কুমিল্লা প্রতিনিধি মোহাম্মদ নেকবর হোসেন, বাংলার আলোড়ন পত্রিকার বার্তা সম্পাদক মোহাম্মদ হাবিবুর রহমান খান, আলোকিত প্রতিদিন পত্রিকার কুমিল্লা জেলা প্রতিনিধি এম. কে. নূর আলম, জাগরণী টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি আশিকুর রহমান, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু ইউসুফ, আলোকিত কুমিল্লা পত্রিকার সম্পাদক সাইফুল সুমন, খোলা কাগজ পত্রিকার শাহ ইমরান, টুডে নিউজ পত্রিকার সম্পাদক আবু বকর সিদ্দিক, চেতনায় ৭১-এর মাইনুল ইসলাম এবং এক্সপ্রেস বাংলা অনলাইন পত্রিকার সাইদুর সোহাগ।

উপস্থিত ছিলেন দৈনিক কুমিল্লার ডাকের নিজস্ব প্রতিবেদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ জয়নাল হোসেন, মোঃ মামুন মিয়া, মোঃ ফয়েজ আহাম্মদ ভূঁইয়া, শাখাওয়াত হোসেন, নাজমুল হাসান, মনোহরগঞ্জ উপজেলা প্রতিনিধি ইমরান হোসেন, লালমাই উপজেলা প্রতিনিধি মাইন উদ্দিন এবং সাংবাদিক মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফুর রহমান শরিফ, কুমিল্লা মহানগর যুবদল নেতা আশ্বাদ আলী, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জাকির হোসেন সর্দার, ১৩ নম্বর ওয়ার্ড কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাব, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক কামাল হোসেন, মনোহরগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম এবং বিশিষ্ট ব্যবসায়ী কাজী লোকমান হোসেন।

আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুর রহমান, ১৩ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আলী দুলাল, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম, বিশিষ্ট সমাজসেবক কাজী জসিম উদ্দিন মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ এনামুল হক লিটন, জাহিদ হাসান, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বাচ্চু মিয়া, দেলোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসনাত হিরা, মোহাম্মদ মাহবুব আলম, কুমিল্লা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক তোফায়েল হোসেন কাউছার, যুবদল নেতা মোঃ মিলন মিয়া, মোঃ আকবর হোসেন রেজভি, আনিসুর রহমান, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাপ্পি মিয়া, সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক লোকমান হোসেন, বিশিষ্ট সমাজসেবক আবদুস সালাম, ডা. জসিম উদ্দিন, মোহাম্মদ মাইনুদ্দিন হামিদ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী, আলী রানা, ইশান, ইয়াছিন, মাসুম, রুবেল, অপু প্রমুখ।

অনুষ্ঠান শেষে কুমিল্লা মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা বদরুল হাসান রাব্বু নতুন কার্যালয় পরিদর্শন করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক কুমিল্লার ডাকের ব্যবস্থাপনা সম্পাদক রুহুল আমিন চৌধুরী সুমন।

এদিকে, কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও মানবিক সংগঠন ‘বিবেক’-এর প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিব, ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার হাজ্বী আবদুস সালাম মাসুক, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, ১৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম খান, ১৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজিম উদ্দীন খান সোহেল-বিএনপি চেয়ারপার্সন তারেক রহমানের কুমিল্লা আগমন উপলক্ষে সুযাগাজি মাঠ পরিদর্শনে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও মুঠোফোনে শুভেচ্ছা ও কুমিল্লার ডাকের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

বক্তারা বলেন, ‘দৈনিক কুমিল্লার ডাক’ একযুগ অতিক্রম করে দুই যুগে পা রেখেছে। নানা প্রতিকূলতা ও দমন-পীড়নের মধ্যেও পত্রিকাটি সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অবিচল থেকেছে। তারা আশাবাদ ব্যক্ত করেন, নতুন কার্যালয়ের মাধ্যমে পত্রিকাটি আরও পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সাহসিকতার সঙ্গে সমাজের পক্ষে এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখবে।

যদিও সাংবাদিকদের একটি বড় অংশ কক্সবাজার সফরে থাকায় সরাসরি উপস্থিত হতে পারেননি, তবুও তাঁরা শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন পত্রিকাটির নতুন যাত্রার জন্য।

এই উদ্বোধনী আয়োজন কেবল একটি কার্যালয়ের সূচনা নয়—এটি ছিল সত্য, সাহস ও দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি এক নতুন অঙ্গীকার। ‘দৈনিক কুমিল্লার ডাক’ কেবল একটি সংবাদপত্র নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি সামাজিক আন্দোলন, একটি নির্ভীক কণ্ঠস্বর। নতুন কার্যালয় থেকে এই কণ্ঠ আরও উচ্চকিত হবে—এমনটাই প্রত্যাশা কুমিল্লার সচেতন নাগরিক সমাজের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS