
মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের আয়োজনে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ময়মনসিংহ বিভাগে কর্মরত সরকারি কর্মকর্তা – কর্মচারী ও তাঁদের সন্তানদের অংশগ্রহণে ৯ম বিভাগীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা -২০২৬ অনুষ্ঠিত হয়। আজ ১৭ জানুয়ারি শনিবার সকাল ১০ টায় ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী,এনডিসি এর সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহছানুল হক,বিশেষ অতিথি ময়মনসিংহ ডিআইজি মোহাম্মদ আাতাউল কিবরিয়া।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক ড.মুহাম্মদ মফিজুল ইসলাম।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত।
অনুষ্ঠানে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানসহ নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলার জেলা প্রশাসকগন এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক, এসিল্যান্ড, সহকারী কমিশনারবৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
আনন্দ মূখর পরিবেশে বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন শেষে প্রধান অতিথি সিনিয়র সচিব মোঃ এহছানুল হক তার বক্তব্যের শুরুতেই খেলায় অংশগ্রহণকারী সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।তিনি বলেন শরীর গঠনে খেলাধূলার কোন বিকল্প নেই,টিভি ও মোবাইলে আসক্তি কমাতে হবে।ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই সম্প্রতির সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসকদের উদ্দেশ্য করে বলেন সকল জেলায় শিক্ষার্থীদের জন্য খেলাধূলা অব্যাহত রাখতে হবে।
অনুষ্ঠানের সভাপতি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ্ ফারাহ্ শাম্মী বলেন খেলাধুলার মাধ্যমেই আত্মবিশ্বাস ও শৃঙ্খলা গড়ে উঠে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হুরায়রা ও জিলা স্কুলের সহকারী শিক্ষক মুর্তজা আলী। সুশৃঙ্খল ভাবে খেলা সম্পন্ন করার জন্য জেলা ক্রীড়া অফিসার আল আমিন সর্বক্ষণ খেলোয়াড়দের সাথে মাঠেই ছিলেন।
জাতীয় ও অন্যান্য পতাকা উত্তোলন ও উদ্ধোধনী পর্ব শেষে মশাল প্রজ্জ্বলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার শুরু হয় এবং পুরষ্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি ও অন্যন্য অতিথিগণ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply