ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফিরেই পিএসজিকে জয়ের ধারায় নিয়ে আনলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। অজেঁকে ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে লিগ টপাররা। মেসি ছাড়াও গোলের দেখা পেয়েছেন একিটিকে।
বিশ্বকাপ জয়ের পর তিন সপ্তাহের বেশি সময়ের বিরতি। তবে বিন্দু পরিমাণ ছাপ পড়েনি মাঠে। সবুজ গালিচায় ফিরেই পিএসজিকে জয়ের ধারায় ফিরিয়েছেন লিওনেল মেসি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফেরা নেইমারও দেখিয়েছেন জাদু।
প্রয়াত পেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট করতালির মধ্য দিয়ে শুরু হয় ম্যাচ। এমবাপ্পেসহ বেশ কয়েকজন ফুটবলারকে ছাড়াই খেলতে নামা পিএসজি ঘরের মাঠে আবির্ভূত হয় অপ্রতিরোধ্য হয়ে। খেলার শুরুতেই এগিয়ে যায় টেবিল টপাররা। মুকিয়েলের অ্যাসিস্ট থেকে হুগো একিটিকে করেন গোল। এরপর বেশ কিছু আক্রমণ চালালেও গোল আদায়ে ব্যর্থ হয় পিএসজি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজিকে চেপে ধরে অজেঁ। সফরকারীদের চাপের মুখে আক্রমণ সামলাতে বেগ পেতে হচ্ছিল তাদের। তবে ৭২ মিনিটে লিওনেল মেসি খুঁজে নেন জাল। আবারও গোলের যোগানদাতা মুকিয়েল। চলতি আসরে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়কের অষ্টম গোলে পিএসজি শিবিরে স্বস্তি ফেরে। এই জয়ে ১৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষে অবস্থান করছে মেসি-নেইমাররা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply