বিপিএলের শনিবারের (৭ জানুয়ারি) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশাল। এই দুদলের দুই নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও মাশরাফী বিন মোর্ত্তজা। কিন্তু টসে দেখা গেল অন্য চিত্র। সাকিব ও মাশরাফীর পরিবর্তে বরিশালের হয়ে টস করতে আসেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং সিলেটের হয়ে আসেন মুশফিকুর রহিম। পরে ফরচুন বরিশাল দলের পক্ষ থেকে জানা যায়, প্রতি ম্যাচেই বদলাবে দলের অধিনায়ক।
শনিবারের দ্বিতীয় ম্যাচে বরিশালের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন মিরাজ। তবে সিলেটের পক্ষে টস করতে মুশফিক এলেও দলের নেতৃত্বে ছিলেন মাশরাফীই। তবে বরিশালের অধিনায়কের সিদ্ধান্তটা অদ্ভুতই লেগেছে সবার কাছে। দলের পেস বোলার এবাদত হোসেন বলেছেন, প্রতি ম্যাচে অধিনায়ক পরিবর্তনের কথাটা তিনি জানতেন না।
টসের পরপরই ফরচুন বরিশাল হোয়াটস্যাপে মিডিয়া গ্রুপে জানায় তাদের দল অধিনায়ক ইস্যুতে এগোবে ম্যাচ বাই ম্যাচ। তার মানে একেক ম্যাচে একেক অধিনায়ক দেখার সুযোগ আছে। গতকাল যেমন মেহেদী হাসান মিরাজ ছিলেন অধিনায়ক। এমনভাবে এবাদত বা অন্য কেউও হতে পারেন দলের অধিনায়ক।
এদিকে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক হয়েও মাশরাফী বিন মোর্ত্তজার বদলে টস করতে আসেন মুশফিকুর রহিম। কিন্তু দলটি এর ব্যাখ্যা দিয়েছে। সিলেট জানায়, ‘জাতীয় দায়িত্বে’ ব্যস্ত থাকায় মাশরাফীর মাঠে আসতে একটু দেরি হয়। তাই তার হয়ে টস করেন মুশফিক।
এদিকে প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বরিশালের দেয়া ১৯৫ রানের টার্গেট এক ওভার এবং ৬ উইকেট হাতে রেখে জয় পায় মাশরাফীর সিলেট।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply