লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় টহলবাহিনী বিএসএফ-এর গুলিতে বাংলাদেশী এক যুবক নিহত হয়েছেন।
পহেলা জানুয়ারি ২০২৩ রাতে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা মেইন পিলার ৮৪৩ বরাবর ৮ থেকে ১০ জন বাংলাদেশী গরু চোরাকারবারির একটি দল ভারতের ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ৯৮ বিএসএফ এর চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দল কর্তৃক ০২ থেকে ০৩ রাউন্ড গুলি করে। এতে ০১ জন বাংলাদেশী যুবক গুলিবিদ্ধ হয় পরে স্থানীয়রা তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তর মৃত্যু ঘটে।
নিহত ব্যাক্তি হলেন, ঐ উপজেলার ধবলসতী গাটিয়ার ভীটা গ্রামের রশিদুল ইসলামের পুত্র বিপ্লব মিয়া (২২)। নিহত ব্যাক্তির লাশ বর্তমানে তার নিজস্ব বাড়িতে রয়েছে।
এদিকে পাটগ্রাম থানার পুলিশ প্রশাসন কর্তৃক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Design & Developed By: ECONOMIC NEWS