মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

চাঁদপুরের অবৈধভাবে মাটি কাটায় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে কৃষি জমিতে মাটি কেটে বিক্রি করার দায়ে ৭ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭ জনকে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

অর্থদণ্ডের টাকা নগদ পরিশোধ স্বাপেক্ষে আটককৃতদের ছেড়ে দেওয়া হবে বলে জানান সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল এমরান খান। বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল এমরান খান উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকায় অভিযানকালে তাদের আটক করেন।

জানা গেছে, উপজেলার এখলাছপুর ইউনিয়নের দক্ষিণ বোরচর ও চরওয়েস্টার এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে বলগেটের কর্মচারী ব্যতিত সকল মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। এসময় ৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এ ২ জনকে প্রত্যকেকে ১ লাখ টাকা করে ২ লাখ টাকা জরিমানা ও অবশিষ্ঠ ৫ জনকে প্রত্যকেকে ৫০হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ অভিযানে সন্তুষ্ট প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে এ অভিযানের ফলে তাদের জানও মাল উভয়ই রক্ষা পাবে।

এ প্রসঙ্গে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আল এমরান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৪ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS