সোমবার, ১১ অগাস্ট ২০২৫, ১০:৪১ অপরাহ্ন

‘দালাল প্লাস’ গ্রাহকদের ৯ কোটি ৫৭ লাখ টাকা ফেরত দিতে রুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

ই-কমার্স প্রতিষ্ঠান ‘দালাল প্লাস’ থেকে পণ্য কিনতে ৪২ গ্রাহকের দেওয়া ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএসএম সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।

এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন বলে জানান আইনজীবী সায়েম আলী পাঠান।

রিটে রুলের জবাব দিতে বলা হয়েছে- বাণিজ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্স ও সূর্য পে’র ব্যবস্থাপনা পরিচালক, দালাল প্লাসের চেয়ারম্যান সালেহ উদ্দিন মুরাদ, ব্যবস্থাপনা পরিচালক মো. আজিজুল হক ও পরিচালক আবু জুবায়ের হোসেন রাব্বীকে।

২০২১ সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দালাল প্লাস থেকে বিভিন্ন পণ্য কেনার জন্য ৪২ জন গ্রাহক ৯ কোটি ৫৭ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা পরিশোধ করেন। তবে টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS