দুই ওপেনার জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর কিছুটা অস্বস্তিতে পড়েছিল বাংলাদেশ। তবে তৃতীয় উইকেট জুটিতে মুমিনুল হক ও সাকিব আল হাসান সে চাপ সামলে ধরেছেন দলের হাল। তাতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শুরুর সেশনটা স্বস্তি নিয়ে শেষ করেছে স্বাগতিকরা।
মিরপুরে বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮২ রান। মুমিনুল হক ৩৯ বলে ২৩ এবং সাকিব আল হাসান ৩৮ বলে ১৬ রানে অপরাজিত আছেন।
সিরিজের প্রথম টেস্টে পরে ব্যাট করে ১৮৮ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে টস জিতে তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক। শুরুটাও ভালো ছিল স্বাগতিকদের। জাকির ও শান্ত মিলে ওপেনিং জুটিতে বাংলাদেশকে এনে দেয় ৩৯ রান। কিন্তু এরপরই ঘটে ছন্দপতন। এক যুগ পরে ভারতের টেস্টে দলে ফিরে জাকিরকে সাজঘরে ফেরান জয়দেব উনাদকাট।
ইনিংসের ১৪.৫ ওভারে করা তার অফ স্টাম্পের বাইরের বাউন্স বল জাকিরের ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে থাকা লোকেশ রাহু্লের হাতে। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা জাকির এদিন ৩৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন।
পরের ওভারেই রবিচন্দ্রন অশ্বিনের লেগ বিফোরের ফাঁদে পড়েন নাজমুল হোসেন শান্ত। রিভিউ নিয়েও তিনি আম্পায়ারের আউটের সিদ্ধান্ত বদলাতে পারেননি। ৫৭ বল মোকাবিলায় ৩ বাউন্ডারিতে শান্ত ২৪ রান করে মাঠ ছাড়েন।
এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাদ পড়া সাবেক অধিনায়ক মুমিনুল হক চট্টগ্রাম টেস্টে সুযোগ না পেলেও ফিরেছেন মিরপুর টেস্টে। তৃতীয় উইকেট জুটিতে তিনি সাকিবের সঙ্গে দলের হাল ধরেন। দুজনের জুটিতে এসেছে ৪৩ রান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মুমিনুল হক, লিটন দাস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও তাসকিন আহমেদ।
ভারত একাদশ: লোকেশ রাহুল (অধিনায়ক) শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রিশাভ পন্ত, শ্রেয়াস আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, জয়দেব উনাদকাট, উমেশ যাদব ও মোহাম্মদ সিরাজ।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply