চলতি কাতার বিশ্বকাপে দেখা যাচ্ছে অনেক বলিউড তারকাকে। বিশ্বকাপের ট্রফি উন্মোচনের কথা রয়েছে দীপিকা পাড়ুকোনের। এ ছাড়া খেলা দেখতে গিয়েছেন আমির খান, মানুষি ছিল্লার, অনন্যা পাণ্ডেসহ অনেক তারকা। এবার যাচ্ছেন শাহরুখ খান। তবে পুরোপুরি খেলা দেখা নয়, বিশেষ একটি উদ্দেশ্য নিয়ে যাচ্ছেন অভিনেতা।
আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পাঠান’। এ ছবি দিয়ে দীর্ঘ চার বছর পর বড় পর্দায় ফিরছেন তিনি। গত সোমবার মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘বেশরম রং’। এবার আরও জোরেশোরে ছবিটির প্রচারে নামছেন অভিনেতা।
‘পাঠান’-এর প্রচারের জন্য বিশ্বকাপ ফাইনালে যাচ্ছেন শাহরুখ খান। ১৮ ডিসেম্বর লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ম্যাচের প্রি-শোতে হাজির হবেন তিনি। কেবল এটি নয়, খেলা শুরুর আগে ইংল্যান্ডের সাবেক ফুটবলার ওয়েইন রুনির সঙ্গে খেলা নিয়ে কথা বলবেন তিনি।
ভিডিও বার্তায় শাহরুখ ‘পাঠান’-এর ধুন্ধুমার অ্যাকশন দেখতে দর্শককে আমন্ত্রণ জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিওতে কাতার বিশ্বকাপ ফাইনালে উপস্থিত থাকার কথা জানান শাহরুখ। তিনি বলেন, স্পোর্টস ১৮ এবং জিও সিনেমার স্টুডিও থেকে দেখবেন ফাইনাল।
এর আগে দেওয়া বিভিন্ন সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, খেলার বড় ভক্ত তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের দল কলকাতা নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার তিনি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply