আগামী ২৯ ডিসেম্বর পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বেলা ১১টায় উপজেলা সদরে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
অধিদফতর জানায়, বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ে বৃত্তি পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। দুই ঘণ্টায় ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির মোট শিক্ষার্থীর ১০ শতাংশ এ পরীক্ষায় অংশ নিতে পারবে। ইতোমধ্যে মাঠ পর্যায়ে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। গত ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। চলতি বছরেও এ পরীক্ষা আয়োজনের পরিকল্পনা নেই সরকারের। বার্ষিক মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে এরই মধ্যে। তাই, চলতি বছরে প্রচলিত নিয়ম ও পদ্ধতিতে মেধা বৃত্তির বিকল্প হিসেবে আলাদা পরীক্ষা নিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply