শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের ৫০ নেতা-কর্মী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২

বরগুনার আমতলীতে বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী। শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়।

এর আগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাতে আমতলী উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হয়ে দলটির সদস্যপদ নেন তারা।

উপজেলা বিএনপির একটি সূত্র জানায়, আমতলীর চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেনের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের ৫০ নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে সফেজ উদ্দিন প্যাদার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রাইজিংবিডিকে বলেন, ‘‌‌আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি। ওয়ান ইলেভেনের সময় আন্দোলন করেছি। শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকেছি। কিন্তু মূল্যায়ন পাইনি।’

তিনি বলেন, ‘আমরা সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এই সরকারকে ক্ষমতায় এনেছি। কিন্তু এখন সাধারণ মানুষ সরকারের কাছে জিম্মি। সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর সহ্য করতে না পেরে নেতা-কর্মীদের নিয়ে স্বেচ্ছায় বিএনপিতে যোগ দিয়েছি। আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছি।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন ফকির বিষয়টি নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ‘উপজেলা বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন খান, ইলিয়াস খান, সদস্য এইচএম দেলোয়ারসহ পৌর বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে তারা বিএনপির সদস্যপদ নিশ্চিত করেন।’

তিনি আরও বলেন, ‘‌মানুষের অধিকার আদায়ের জন্য যারা আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন, তাদের সাধুবাদ জানাই। তাদের সুখে-দুঃখে সর্বদা পাশে থাকব বলে অঙ্গীকার করছি। বিএনপি নেতা-কর্মীদের সঠিক মূল্যায়ন করবে।’

আমতলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান রাইজিংবিডিকে বলেন, ‘যারা বঙ্গবন্ধুর আদর্শ মেনে আওয়ামী লীগ করে তারা কখনো দল বদলাতে পারে না। মূলত এরা সুযোগ সন্ধানী। কখনও এই দলে আবার কখনও ওই দলের সঙ্গ দেওয়াই এদের কাজ। এরা নিজেদের স্বার্থে দলকে ব্যাবহার করে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS