এরইমধ্যে শুক্রবার বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাকর্মীরাও পৌঁছান বরিশালে।
সরেজমিনে দেখা গেছে, খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরাও আসছেন। ব্যানার-ফেস্টুন, প্ল্যাকার্ড আর দলীয় প্রতীক হাতে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তি, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে স্লোগানে মুখরিত সমাবেশস্থল। দুপুর ২টায় শুরু হবে মূল অনুষ্ঠান।
এদিকে, কর্মসূচিকে ঘিরে নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে প্রতিটি বিভাগীয় শহরে ধারাবাহিক সমাবেশ করছে বিএনপি। তারই অংশ হিসেবে এবার বরিশালে আয়োজন।
ধর্মঘটের কারণে সড়ক ও নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে দেশের দক্ষিণের বিভাগ বরিশালে। এতে গত বৃহস্পতিবার থেকেই কার্যত বরিশাল মহানগর বিভাগের অন্যান্য জেলা থেকে বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
গত ৮ অক্টোবর চট্টগ্রামে প্রথম গণসমাবেশ করে বিএনপি। এরপর ১৫ অক্টোবর ময়মনসিংহে, ২২ অক্টোবর খুলনায় গণসমাবেশ করে দলটি। সবশেষ গত ২৯ অক্টোবর রংপুরে গণসমাবেশ করে দলটি। আগামী ১২ নভেম্বর ফরিদপুর, ১৯ নভেম্বর সিলেট, ২৬ নভেম্বর কুমিল্লা, ৩ ডিসেম্বর রাজশাহী এবং ঢাকায় ১০ ডিসেম্বর মহাসমাবেশের মধ্য দিয়ে টানা তৃতীয় দফার কর্মসূচি শেষ হবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply