দেশের ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি টুর্নামেন্ট বলতে কেবলই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২০ ওভারের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হলেও সেখানে তেমন কোন প্রতিযোগিতা নেই। বিশেষ করে মিরপুরের মন্থর উইকেটে খেলা হওয়ায় ব্যাটাররা খুব বেশি সুবিধা পান না। ব্যাটাররা সুবিধা না পাওয়ায় দলগুলোও বড় পুঁজি দেখা পায় না।
যে কারণে ক্রিকেটারদের বড় তাড়া করার অভ্যাসও নেই। সাউথ আফ্রিকার বিপক্ষে বড় রান তাড়া করতে নেমে হারার পর বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটকে কাঠগড়ায় দাঁড় করালেন সাকিব আল হাসান। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘আমাদের প্ল্যানিংয়ে কোনো ভুল ছিল না। আমরা এক্সিকিউশনটা ঠিকভাবে করতে পারেনি। আমাদের আসলে বিশ্বাসে ঘাটতি থাকতে পারে, এইটা একটা কারণ। এরকম বড় রান তাড়া করে আমরা ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি ম্যাচ জিতি না। এই একটা জায়গাতে মনে হয় আমাদের দুর্বলতা থাকতে পারে। এই জায়গাগুলোতে আমরা খুব একটা অভস্ত বলে মনে হয় না। এমন না যে আমরা এর আগে বড় স্কোর করিনি। আজকে সিডনির উইকেট ভালো ছিল। আমি আসলেই হতাশ, আমরা আরো ভালো ব্যাটিং করতে পারতাম। দুইশো রান চেজ করতে না পারলেও, একটা ভালো ব্যাটিং ডিসপ্লে শো করার সুযোগ ছিল।’
২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। প্রথম ওভারে দুই ছক্কা ও এক চারে ১৭ রান তুলেছিলেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। পরের ওভারে কোন উইকেট না হারিয়ে ৯ রান তুললে বাংলাদেশের পুঁজি দাঁড়ায় বিনা উইকেটে ২৬ রান। তবে সেই মোমেন্টাম ধরে রাখতে পারেনি বাংলাদেশ।
সাকিব বলেন, ‘আমরা দুই ইনিংসের প্রথম ওভার যেভাবে শুরু করেছি সেভাবে মোমেন্টাম রাখতে পারিনি। আজকে যদি দুই পার্ট চিন্তা করেন আমরা ব্যাটিংটা খুব খারাপ করেছি।’
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply