অস্ট্রেলিয়ায় হোটেল ও খাবার নিয়ে সমানে অভিযোগ করছে ভারতীয় দল। মঙ্গলবার প্র্যাকটিসে হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, অক্ষর প্যাটেল-সহ সব ফাস্ট বোলারদের বিশ্রাম দেয়া হয়েছিল। কিন্তু বাকি ভারতীয় প্লেয়াররা বেশ কয়েকঘণ্টা ধরে কঠোর অনুশীলন করেন।
তারপর তারা খাবার টেবিলে এসে দেখেন সেখানে স্যান্ডউইচ, ফল ও ফলাফল রাখা। যদিও ক্রিকেটাররা তখন গরমাগরম খাবারের প্রত্যাশা করছিলেন। তারা তা পাননি। ফলে প্লেয়াররা ক্ষুব্ধ হন। অধিকাংশ প্লেয়ার হোটেলে ফিরে গিয়ে খাবার খান।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, প্লেয়াররা খাবার বয়কট করেননি, কয়েকজন ফল ও ফলাফল খান। কিন্তু সকলেরই বক্তব্য ছিল, মধ্যাহ্নভোজের সময় হয়ে গেছে। তাই তারা হোটেলে ফিরেই খাবেন।
ওই কর্মকর্তার মতে, ‘আসলে আইসিসি গরম খাবারের ব্যবস্থা করছে না। দ্বিপাক্ষিক সিরিজের সময় অন্য দেশের বোর্ড ক্রিকেটারদের জন্য গরম ভারতীয় খাবার রাখে। কিন্তু আইসিসি সব দেশের প্লেয়ারদের জন্য একই খাবার রাখে। কিন্তু দুই ঘণ্টা ধরে মাঠে কঠোর অনুশীলনের পর শসা, টমেটো এবং অ্যাভাকেডো দিয়ে ঠাণ্ডা স্যান্ডউইচ নিঃসন্দেহে যথেষ্ট খাবার নয়।’
এর আগে হোটেল নিয়ে অভিযোগ জানিয়েছিলেন ভারতীয় প্লেয়াররা। প্র্যাকটিস ম্যাচ চলার সময় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে পাঁচ তারা হোটেলে রাখা হয়। ভারতীয় টিমকে রাখা হয়েছিল চার তারা হোটেলে। তা নিয়েও ক্ষোভ ছিল ভারতীয় টিমের।
সূত্রঃ পিটিআই
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply