বাংলাদেশ ফাইন্যান্স ও আশ্রয় এনজিও’র মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্র নৃগোষ্ঠি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভূক্তকরণ এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে।
মঙ্গলবার (১১ অক্টোবর) বাংলাদেশ ফাইন্যান্সের প্রধান কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। ‘‘আশ্রয়’’ এর পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আহসান আলী চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি সম্পর্কে কায়সার হামিদ বলেন, এই উদ্যোগের ফলে ক্ষুদ্র ও নৃতাত্ত্বিক উদ্যোক্তাদের মধ্যে যারা পুঁজি স্বল্পতার কারণে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারেননি, তারা স্বল্পসুদে, সহজ শর্তে পুঁজির যোগান পাবেন। বিশেষ করে কৃষি উদ্যোক্তারা সহজ শর্তে আর্থিক সেবা পাবেন এবং তাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির আওতায় এনে নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অনন্য ভূমিকা পালন করবে বাংলাদেশ ফাইন্যান্স।
আহসান আলী বলেন, এই ঋণের ফলে উদ্যোক্তারা তাদের সাবলম্বী করে তুলতে পারবে। এই সাবলম্বী উদ্যোক্তারাই সরকারের এসডিজি লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতা করবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভুঁইয়া, হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব সাসটেইন্যাবল ফাইন্যান্স মোহাম্মদ কোহিনুর হোসেন, হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট সুমন কুমার কুন্ডু, হেড অব আইটি অ্যান্ড বিটি বুদ্ধদেব সরকারসহ অন্যরা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply