শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকের টেলিফোনে কথা রূপগঞ্জে পুলিশের অভিযানে দূর্ধর্ষ সন্ত্রাসী নাজমুল হাসান টিপু গ্রেফতার বিমান চলাচল রুটে ড্রোন উড়াতে বেবিচকের নিষেধাজ্ঞা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে মার্কিন দূতাবাসের শোক প্রকাশ এআইয়ের কুফল: তাছলিমা আক্তার মুক্তা অনিবার্য কারণে ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা স্থগিত মানিকগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অনশন ষড়যন্ত্রকারীদের একাংশ দেশে শান্তি-শৃঙ্খলা কেড়ে নিচ্ছে : নতুনধারা শরিফ ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি: শোকবার্তায় তথ্য, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সিনিয়র অফিসার পদের লিখিত পরীক্ষা স্থগিত করল বাংলাদেশ ব্যাংক

এবার এন্ড-টু-এন্ড এনক্রিপশনের সুবিধা আসছে মেসেঞ্জারে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
  • ১৫০ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের চ্যাটিং প্ল্যাটফর্ম মেসেঞ্জার। পুরো বিশ্বেই ছড়িয়ে আছে এর ব্যবহারকারী। তাই ব্যবহারকারীদের সুরক্ষা নিশ্চিত করতে নানান ফিচার আনছে সাইটটি। এরই ধারাবাহিকতায় ব্যবহারকারীর আদান-প্রদাণকৃত বার্তা সুরক্ষিত রাখতে সবচেয়ে কার্যকরী ফিচারটি  আনতে চলেছে মেটা। মেসেঞ্জারে দীর্ঘ প্রতীক্ষিত ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশনের পরীক্ষা শুরু করেছে মেটা।

মেটার জনপ্রিয় অন্য আরেকটি এপ্লিকেশন হোয়াটসঅ্যাপে বহুদিন ধরেই ব্যবহার হচ্ছে এন্ড-টু-এন্ড এনক্রিপশন। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে কোন মেসেজ পাঠালে তা যে ব্যক্তিকে মেসেজ পাঠানো হয়েছে এবং যিনি পাঠিয়েছেন তারা ছাড়া তৃতীয় কেউ দেখতে পারবেন না।

এনডিটিভির প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, সম্প্রতি মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, এরই মধ্যে অল্প কিছু ব্যবহাকারীকে পরীক্ষামূলকভাবে এই ফিচার পাঠানো হয়েছে। বর্তমানে এন্ড-টু-এন্ড এনক্রিপশন একটি অপশন হিসেবে আছে। নিরাপত্তা সচেতন অল্প কিছু ব্যক্তি এর ব্যবহার করছে। এই প্ল্যাটফর্মটি বিশ্বব্যাপী বিলিয়নেরও বেশি লোক ব্যবহার করছে। তবে অপরাধ শনাক্তে এটি আবার নেতিবাচক ভূমিকা রাখবে।

হোয়াটসঅ্যাপে এটি বাই ডিফল্ট হিসেবে রয়েছে। তবে ইনস্টাগ্রামে আছে পরীক্ষামূলক পর্যায়ে। মেসেঞ্জারেও চালু আছে ডিজঅ্যাপেয়ারিং মেসেজ ফিচার। ধারণা করা হচ্ছে আগামী বছর মেসেঞ্জারের কল ও চ্যাটিংয়ে ফিচারটি চালু হবে। শুধু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টই নয়, আরও বেশ কয়েকটি ফিচার মেজেঞ্জারের জন্য পরীক্ষা-নিরীক্ষা করছে বলে জানা যায়।

যদিও হ্যাকিংয়ের ঘটনা মেসেঞ্জার বা ফেসবুকে নতুন কিছু নয়। এরপর আবার টিকটকের জনপ্রিয়তার কারণে গ্রাহক হারিয়েছে ফেসবুক। এ কারণে বিভিন্ন ফিচার ও সুবিধা দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করার চেষ্টা করছে মেটা।

খবর এনডিটিভি গ্যাজেটস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS