শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন

বিশ্বকাপের ৩২ দলের ফিফা র‌্যাঙ্কিংয়ে অবস্থান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১৮ জুলাই, ২০২২

বিশ্বকাপের আর খুব বেশি সময় বাকি নেই। আর কয়েক মাস পরেই মধ্যপ্রাচ্যের দেশ কাতারে মাঠে গড়াবে ২২তম ফুটবল বিশ্বকাপ। ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই ফুটবল মহাযজ্ঞে অংশগ্রহণকারী ৩২ দল চূড়ান্ত হয়ে গেছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলো এই মুহূর্তে র‌্যাঙ্কিংয়ের বিচারে কে কোথায় দাঁড়িয়ে।

গ্রুপ অনুযায়ী কাতার বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর ফিফা র‌্যাঙ্কিং :

গ্রুপ ‘এ’
কাতার: বর্তমানে অবস্থান ৩২তম (সর্বোচ্চ: ৪২)
ইকুয়েডর: বর্তমানে অবস্থান ৪৪তম (সর্বোচ্চ: ১০)
সেনেগাল: বর্তমানে অবস্থান ১৮তম (সর্বোচ্চ: ১৮)
নেদারল্যান্ডস: বর্তমানে অবস্থান ৮ম (সর্বোচ্চ: ১)

গ্রুপ ‘বি’
ইংল্যান্ড: বর্তমানে অবস্থান ৫ম (সর্বোচ্চ: ৩)
ইরান: বর্তমানে অবস্থান ২৩তম (সর্বোচ্চ: ১৫)
যুক্তরাষ্ট্র: বর্তমানে অবস্থান ১৪তম (সর্বোচ্চ: ৪)
ওয়েলস: বর্তমানে অবস্থান ১৯তম (সর্বোচ্চ: ৮)

গ্রুপ ‘সি’
আর্জেন্টিনা: বর্তমানে অবস্থান ৩য় (সর্বোচ্চ: ১)
সৌদি আরব: বর্তমানে অবস্থান ৫৩তম (সর্বোচ্চ: ২৩)
মেক্সিকো: বর্তমানে অবস্থান ১২তম (সর্বোচ্চ: ৪)
পোল্যান্ড: বর্তমানে অবস্থান ২৬তম (সর্বোচ্চ: ৫)

গ্রুপ ‘ডি’
ফ্রান্স: বর্তমানে অবস্থান ৪র্থ (সর্বোচ্চ: ১)
অস্ট্রেলিয়া: বর্তমানে অবস্থান ৩৯তম (সর্বোচ্চ: ১৪)
ডেনমার্ক: বর্তমানে অবস্থান ১০ম (সর্বোচ্চ: ৩)
তিউনিসিয়া: বর্তমানে অবস্থান ৩০তম (সর্বোচ্চ: ১৪)

গ্রুপ ‘ই’
স্পেন: বর্তমানে অবস্থান ৬ষ্ঠ (সর্বোচ্চ: ১)
কোস্টারিকা: বর্তমানে অবস্থান ৩৪তম (সর্বোচ্চ: ১৩)
জার্মানি: বর্তমানে অবস্থান ১১তম (সর্বোচ্চ: ১)
জাপান: বর্তমানে অবস্থান ২৪তম (সর্বোচ্চ: ৯)

গ্রুপ ‘এফ’
বেলজিয়াম: বর্তমানে অবস্থান ২য় (সর্বোচ্চ: ১)
কানাডা: বর্তমানে অবস্থান ৪৩তম (সর্বোচ্চ: ৩৩)
মরক্কো: বর্তমানে অবস্থান ২২তম (সর্বোচ্চ: ১০)
ক্রোয়েশিয়া: বর্তমানে অবস্থান ১৫তম (সর্বোচ্চ: ৩)

গ্রুপ ‘জি’
ব্রাজিল: বর্তমানে অবস্থান ১ম (সর্বোচ্চ: ১)
সার্বিয়া: বর্তমানে অবস্থান ২৫তম (সর্বোচ্চ: ৬)
সুইজারল্যান্ড: বর্তমানে অবস্থান ১৬তম (সর্বোচ্চ: ৩)
ক্যামেরুন: বর্তমানে অবস্থান ৩৮তম (সর্বোচ্চ: ১১)

গ্রুপ ‘এইচ’
পর্তুগাল: বর্তমানে অবস্থান ৯ম (সর্বোচ্চ: ২)
ঘানা: বর্তমানে অবস্থান ৬০তম (সর্বোচ্চ: ১৪)
উরুগুয়ে: বর্তমানে অবস্থান ১৩তম (সর্বোচ্চ: ২)
দক্ষিণ কোরিয়া: বর্তমানে অবস্থান ২৮তম (সর্বোচ্চ: ১৭)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS