রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ মোড় হতে পৌর জামতলা পর্যন্ত মহাসড়কের দুই পাশে রাস্তার সৌন্দর্যবর্ধনের জন্য অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে । রাস্তার দুই ধারের অবৈধ প্রায় ৯০টি দোকান উচ্ছেদ করা হয়েছে। এরমধ্যে গোয়ালন্দ মোড়ে ৫৫টি এবং গোয়ালন্দ পৌর জামতলা ৩৫টি দোকান রয়েছে।
৮ই জুন বুধবার দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট অ্যান্ড ল’ অফিসার উপ-সচিব অনিন্দিতা রায়, রাজবাড়ী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাওয়াজিস রহমান, রাজবাড়ী ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যবৃন্দ। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিগণ ও পুলিশ সদস্য বৃন্দ । উল্লেখ (গত ৫ ই মে ২০২২) নোটিশ ঘোষণা করেন তারই ধারাবাহিকতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এতে কান্নায় ভেঙে পড়েন রাস্তার দুই পাশের অসহায় গরীব ও হতদরিদ্র দোকানিরা কান্নায় কন্ঠে অসহায় দোকানিরা বলেন। আমরা এখন কী করবো আমাদের সংসার চালানোর কামাই বন্ধ হয়ে গেল আমরা এখন ছেলে সন্তান নিয়ে কোথায় যাব।
হাইওয়ে রাস্তার পাশের ফারুক নামের এক দোকানি বলেন আমার সংসারে ৭ জন মানুষ। আমি একাই উপার্জন করি। এখন আমি আমার ছেলে-মেয়েদের কী খাওয়াব।
দোকানি রাসেল বলেন আমি এই দোকান টা করে কোনরকম আমার সংসারটাকে আমি চালিয়ে নিয়ে যাচ্ছিলাম আমার দোকানটা ভেঙে দিল এখন আমি আমার পরিবারকে নিয়ে কোথায় যাব কি করে আমার সংসার চলবে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply