মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন

বরিশালে শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা আবদুল্লাহর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ১৯৮ Time View

এস এল টি তুহিন, বরিশাল প্রতিনিধি: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সদস্য, সাবেক চীফ হুইপ, আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি’র সহধর্মিনী- কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা, বীর মুক্তিযোদ্ধা, শহীদ জননী সাহান আরা আবদুল্লাহ’র দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ জুন) বাদ যোহর বরিশাল ক্লাবে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দোয়া মোনজাত অনুষ্ঠানে তাঁর পরিবার স্বজন ছাড়াও বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তা ও দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শাহে আলম তালুকদার এমপি, বামনা-বেতাগী আসনের সংসদ সদস্য শওকত হাচানুর রহমান রিমন, নুরুন্নবী চৌধুরী শাওন এমপি, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইউনুস, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মো. সাদেকুল আরেফিন, বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, ডিআইজি আক্তারুজ্জামান,জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, বিভিন্ন সরকারী দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা, আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ তাঁর মায়ের জন্য বরিশালবাসীসহ উপস্থিত সকলের কাছে দোয়া চান। মোনাজাত পরিচালনা করেন বরিশাল এবায়দুল্লাহ জামে মসজিদের ঈমাম মির্জা নুরুন রহমান বেগ।উল্লেখ্য, ২০২০ সালের ৭জুন রাত সাড়ে এগারোটায় ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সাহান আরা আবদুল্লাহ শেষ নিঃশ্বাষ ত্যাগ করেছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS