মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৬ পূর্বাহ্ন

বিজিবি-বিজিপি রিজিয়ন পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত,চার জেলেকে হস্তান্তর 

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ১০৯ Time View

ইমরান আল মাহমুদ: বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) ও মায়ানমার বর্ডার পুলিশ(বিজিপি) রিজিয়ন পর্যায়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১ জুন) সকালে মায়ানমারের মংডুতে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ১৬ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) কক্সবাজার রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নাজম-উস সাকিব। 

আজ টেকনাফ ২ বিজিবি হলরুমে সংবাদ সম্মেলনে রিজিয়ন কমান্ডার নাজম-উস সাকিব জানান,বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান হয়ে মায়ানমার থেকে অবৈধভাবে ইয়াবা, ক্রিস্টাল মেথ (আইস) সহ বিভিন্ন মাদকদ্রব্য বাংলাদেশে পাচারের বিষয়ে বাংলাদেশের উদ্বেগের বিষয়টি অবহিত করা হয়।

মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি’কে তাদের সীমান্ত সুরক্ষার বিষয়টি আরও জোরদার করার আহবান জানান। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন মায়ানমার প্রতিনিধি দল। এসময় ১৮ জেলেকে আটকের ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে ৪ জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনী।

বিজিবি’র মাধ্যমে ফেরত আসা জেলেরা তিন মাস নয়দিন আগে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে ঝড়ের কবলে পড়লে মায়ানমার সীমান্তে চলে যায়।

বিজিবি রিজিয়ন কমান্ডার আরও জানায়, আড়াইবছর বন্ধের পর অনুষ্ঠিত পতাকা বৈঠকে সীমান্ত সুরক্ষায় দুদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় বিজিবি-বিজিপি পারস্পরিক সম্পর্ক বজায় রেখে সীমান্ত সুরক্ষায় কঠোরভাবে কাজ করবে।

সীমান্তে অবৈধ অনুপ্রেবেশ প্রতিরোধ,আন্ত: সীমান্ত সন্ত্রাস দমন ও দৃষ্কুতকারীদের প্রতিহতকরণ সহ নানা বিষয়ে আলোচনা করে মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে অবগত করা হয়। 

সংবাদ সম্মেলনে নাজম-উস সাকিব আরও জানান,সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় ‘হেড অব ডেলিগেশন’ একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়াও নাফ নদীতে উভয় দেশের পার্শ্বে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের বিষয় আলোকপাত করা হয় বলে জানান তিনি। 

পতাকা বৈঠকে মায়ানমার বিজিপির রিজিয়ন কমান্ডার সহ উর্ধ্বতন কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2024 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS