হাতীবান্ধা প্রতিনিধিঃ আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
রবিবার (২৯ মে) দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থায় আলোচনা সভা ও কেক-কাটার মাধ্যমে এ প্রতিষ্ঠান বার্ষিকী পালন করা হয়।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।
লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলমগীর অনু’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক শেখ আব্দুল আলিম, এনটিভির রংপুর বিভাগীয় প্রতিনিধি সিনিয়র সাংবাদিক একেএম মইনুল হক, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম হেলাল, সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।
এসময় জেলার ৫টি উপজেলার সদস্যগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply