বরিশাল অফিস: বোনের জানাজায় অংশ নিতে এসে নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলেন বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাশেম হাওলাদারের ছেলে রমজান হাওলাদার (৪০)।
রোববার (২৯ মে) বেলা সাড়ে ১১টায় উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষয়টি নিশ্চিত করেছেন রমজান হাওলাদারের মেয়ে জামাই মেহেদী হাসান সজল। উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের লাশ শনাক্ত করতে এসে এসব কথা জানান তিনি।
তিনি বলেন, শনিবার রাতে বাকেরগঞ্জ উপজেলার দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের নিজ বাড়িতে মারা যান রমজান হাওলাদারের বোন ময়না বেগম। আজ রোববার সকাল ১০টায় তার জানাজার নামাজে অংশ নেওয়ার কথা ছিল। শনিবার রাতে তিনি ঢাকা থেকে রওয়ানা হয়। কিন্তু গাড়িটি উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে ভান্ডারিয়াগামী যমুনা পরিবহন যাত্রী নিয়ে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা দেয়। এতে ১০ জন নিহত হয়। এছাড়াও ২০ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলী আর্শাদ।
নিহত ১০ জনের মধ্যে ৭ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন, ঝালকাঠি জেলার নেয়রি গ্ৰামের মনির হোসেন হাওলাদারের ছেলে আরাফাত হোসেন হাওলাদার (৯), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার উত্তর ভেচকি গ্ৰামের কুদ্দুস আকনের ছেলে নজরুল ইসলাম আকন (৩৫), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার রাজিব আকনের স্ত্রী আনোয়ারা বেগম (২৩), বরগুনা জেলার বেতাগী উপজেলার সোহরাব বেপারীর ছেলে মো. হালিম মিয়া (৩১), ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার সুতারকান্দা গ্ৰামের মৃত আওলাদ আলী মোল্লার ছেলে সেন্টু মোল্লা (৫০), উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্ৰামের মনোরঞ্জন শীলের ছেলে মাধব শীল (৪৫), বরিশাল জেলার বাকেরগঞ্জের দুধল মৌ ইউনিয়নের সুন্দর কাঠি গ্ৰামের আবুল কাসেম হাওলাদার এর ছেলে রমজান হাওলাদার (৪০)।
দূর্ঘটনাকবলিত বাস থেকে আটজন, পাশের ডোবা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয় এবং শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ২০ জনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে প্রেরন করেছেন।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply