দিনাজপুরঃ- দিনাজপুরে পূনর্ভবা নদীতে গোসল করতে গিয়ে ইফতি রহমান সাকিন (১৫) নামের নবম শ্রেণীর এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মে) দুপুর ১২টার দিকে সদর উপজেলার লালবাগ গোরস্থান সংলগ্ন নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইফতি দিনাজপুর শহরের রামনগর এলাকার সাইফুর রহমানের ছেলে। সে চেহেলগাজী শিক্ষা নিকেতনের ৯ম শ্রেণির ছাত্র ছিলো।
জানা যায়, শনিবার সকালে নানা ইদ্রিস আলীর সঙ্গে নদীর ধারে লিচু বাগানে যায় ইফতি। সেখানে নানার সাথে বাগান পরিষ্কারে কাজ করছিলো সে। এক পর্যায়ে নানার অগোচরে নদীর পাড়ে পোশাক খুলে রেখে গোসল করতে নামে ইফতি। এ সময় পানির নিচে তলিয়ে যেতে থাকের। পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক বিষয়টি দেখে চিৎকার দিলে ইফতির নানা ছুটে আসেন। ততক্ষণে সাকিন নদীর পানিতে তলিয়ে যায়।
দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সিনিয়র কর্মকর্তা মেহেফুজ তানজির বলেন, রংপুর থেকে ডুবুরি এসে অনেক খোজাখুজি করে বিকেল ৪ টায় তার মৃতদেহ উদ্ধার কারেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে নিহত সাকিনের মৃতদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply