বরিশাল প্রতিনিধি: পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের রাজ্জাক বিশ্বাসের সাপের খামারে সাপের কামড়ে আব্দুল জব্বার (৩২ )নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ঐ সাপের খামারে কর্মচারি হিসেবে কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করেছে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মিনহাজ উদ্দিন ভূইয়া। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। তবে রোগী হাসপাতালে আনার পরে সঠিক তথ্য না দেয়ার কারণে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন সদর হাসপাতালের মেডিকেল অফিসার।
তিনি জানিয়েছেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর প্রথমে বলা হয় শ্বাস কষ্ট, পরে বলা হয় পোকামাকড়ে কামড়াতে পারে, এবং মারা যাওয়ার পরে বলা হয় সাপে কামড়িয়েছে।
এ দিকে মৃতের স্বজনরা অভিযোগ করেছেন সাপের খামারের মালিক রাজ্জাক বিশ্বাস সাপে কামড়ের কোনো তথ্য না দিয়ে বলেছেন জব্বার হঠাৎ করে অসুস্থ হয়ে পরেছেন। তাই স্বজনরা সঠিকভাবে চিকিৎসককে জানাতে পারে নি। তবে এ ব্যাপারে রাজ্জাক বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে মুঠো ফোনে সংযোগ পাওয়া যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন তিনি পলাতক রয়েছেন। পটুয়াখালী সদর থানা থেকে জানানো হয়েছে লাশ ময়না তদন্ত করা হবে, তবে রোগীর স্বজনরা রাজ্জাক বিশ্বাসের নামে কোন লিখিত অভিযোগ প্রদান করেন নি।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply